কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।
প্রথমে আপনাকে IRCC ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application এ যাবেন। "Apply to come to Canada" Button ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:
1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)
আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।
What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।
তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।
ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।
কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।
1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)
Required Documents: Note It depends on the visa category
1) Application form
2) Travel history visa and Immigration entry exit stamps.
3) Passport copy
4) Bank statement bank solvency.
5) Digital photo.
6) Purpose of Travel/flight booking, hotel reservation/Travel itinerary
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover letter
If there is an invitation or sponsorship, the invitation letter and sponsor details need to be uploaded.
[ If applying for a student visa, a Certificate of enrollment and Student ID card must be submitted.
In case of a service holder applying for a visit visa Certificate then need to submit the employee's Staff ID card, NOC]
সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি 100 CAD Biometrics fee (VFS) Global 85 CAD total 185 CAD পেমেন্ট করার পর Biomimetic request আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।
প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।
ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়। তবে আগে থেকে করতে হয় না IRCC থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।
একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ Reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।